গার্গী রায়চৌধুরী

পরিচিতি 









বিরহ



দিগন্তে পাতা আছে তোর
লাল ডুরে কমলা চাদর...
অপেক্ষায় মুখ ঢেকেছে,
আমাদের ল্যাপটপ।

এক সমুদ্র লিখতে চেয়ে
গোমড়া কলম সারা রাত খাতা ভেজায়।
তুই নেই...

একফোঁটা বৃষ্টি নেই
কয়েকটা টাইম জোন জুড়ে…
রাতভর চাঁদের গা বেয়ে
বিষণ্ণতা একলা ঝরে পরে।







গার্গী রায়চৌধুরী গার্গী রায়চৌধুরী Reviewed by Pd on নভেম্বর ২১, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.