ফারহানা খানম

~ লেখক পরিচিতি ~ 






নূপুর

অস্বীকার করবো না হুড়োহুড়িতে জানা হয়নি সবটুকু পরিচয় ,  ওতেই যতো বিপত্তি  প্রতিদ্বন্দ্বী চিনিনি ,  পুরনো খেলায় নতুন করে হার, নতুন তালার  চাবিটা তুলে দিয়েছি তার হাতেই , ওখানে  আমার আঁকা তেল রঙে  ছবি আর সেতার।  মধ্যরাতেও রাগ ভৈরবী কানে বাজে ;বিপুল উৎসাহে খুঁজি সময়ের চাবি ,চাঁদের আলোয় মুগ্ধতা ছুঁয়ে  যায় আড়ালে হেসে কুটিকুটি হয় সে।  নির্বানেই সমাপ্তি টানি ।  ফিরে চলি । 

 পথটা  কাঁটা -ঝোপে ছাওয়া আর জলকাদা  ভরা ।  গোড়ালি অব্ধি কাদা নূপুর জড়িয়ে শাড়ি ছুঁই ছুঁই,  গা বাঁচিয়ে হেঁটে যাই  একসাথে  আমি ও আমারা, খুব কাছে  ছিল সে তবুও খেলাটা জমলো না । তালাবন্ধ ঘরের সবটা সত্ত্ব ত্যাগ করেছি ,  কি  করার ছিল বলো  , বিলেতি কাপড়ে  জামদানির  নকশা  ছিল ভুল এ তার দায় তো  কারিগরেরই  ।
শাড়িটা  তুলে রাখি পরম যতনে । 

সেতার আটকে আছে সে ঘরেই ধুলোবালি মোড়া । সুর তুলবো সে অধিকার নেই ,  নুপুরজোড়া কাদাজল ছুঁয়ে তেমনিই  আছে এখনো উজ্জ্বল অব্যয়। 
শুধু কোন একাকি  দুপুরে নূপুর  বেজে ওঠেমরচে ধরা গুপ্ত কোঠরের   নির্জনতা ছুঁয়ে,আরাধ্য মুক্তির নেশায় ...





ফারহানা খানম ফারহানা খানম Reviewed by Pd on অক্টোবর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.