![]() |
| ~ লেখক পরিচিতি ~ |
হয়ত স্বপ্ন নয়!
ক্লান্ত রাতের নিবিড় কোল ঘেঁষে তোমার একলা স্বপ্নেরা
যখন আকাশের নীলে প্রথম ভোরের তুলি বোলায়-
আমার দু-চোখের ঘুম জড়ানো দুষ্টুমির মেঘগুলো তখন ঠিকানা হারায় সাত সমুদ্র ঢেউয়ের নাচনে।
সব রাতের তারা যদি এক হতো! সব আকাশের ভাষা! সব ফুলের মধু! আমাদের রঙতুলির সব আঁচড় মৃত্যুর বুকে চুমো খেয়ে তাথৈ আনন্দে সব প্রশ্নের উত্তরে-
লিখে দিত, ভালোবাসি ভালোবাসি............
এই সব টুকরো কথাগুলোর ভাঁজে তুমি আমি একদিন
এক পৃথিবীর সমস্ত কোলাহল ছেড়ে আমাদের একান্ত অক্ষরে অপলক- পরস্পরের পলকে ধর যদি বলেই ফেলি-
ভালোবাসি! আরও একটু ঘন হয়ে আসি?
শ্রীশুভ্র
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন