শ্যামল সোম






থেকে: Shyamal Som <somshyamal@gmail.com>
প্রতি: attarsanniddhe@gmail.com
তারিখ: ২৫ অক্টোবর, ২০১৪ ৬:৩১ pm
বিষয়: শুভেচ্ছা
ইনি মেল পাঠিয়েছেন: gmail.com
এর দ্বারা স্বাক্ষরিত: gmail.com



আত্ম দীপ ভব:

আজ শুভ দীপাবলির এই  শুভ ক্ষণে, হে বন্ধু  তোমাদের, হৃদয়ে জ্বাল,
মঙ্গল প্রদীপ, দীপকের আলোয়, উদ্ভাসিত হয়ে,  আলোয় হোক জীবন।
আত্ম, দীপের  জ্বালানো আলোয়, আলোময়  হয়ে উঠুক  এই  সুন্দর
পৃথিবী, তোমার আমার দেশ, পূর্ণ হোক, দৃঢ়, হোক প্রীতির  বন্ধন,
সুখ, সম্প্রতি, শান্তি বর্ষিত,  হোক, সকলের বাসযোগ্য বাসভূমি,
গড়ে তুলতে, এসো ! এগিয়ে এসে ধর, আমার হাত, ভালোবাসার, আলিঙ্গনে বাঁধবো তোমাদের।
সুখ সুখ-স্বর্গে, তাঁর আশীর্বাদে, কৃপায় তোমাদের  সঙ্গে নিয়ে যাবো,
আলোর দেশে।



ধন্যবাদ কবি। ৩২তম সঙ্কলন প্রকাশিত হবার পর আপনার লেখা পেয়েছি । আগামী সংখ্যা সম্ভাব্য ২৩শে নভেম্বর ১৪। উল্লেখিত সময়ের পূর্বেই আপনি লেখা পাঠিয়ে দিন।

           আন্তরিক ধন্যবাদ আপনাকে ।
       

           শব্দের মিছিল।

শ্যামল সোম শ্যামল সোম Reviewed by Pd on অক্টোবর ২৩, ২০১৪ Rating: 5

1 টি মন্তব্য:

  1. আমি মুগ্ধ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অসম্ভব কাল উত্তীর্ণ সামাজিক সমস্যা
    জীবনের মূল্য বোধ কালজয়ী সাহিত্যের সাধনায় সাহিত্যিক কবিদের লেখার মান, উৎকর্ষ শীর্ষে অবস্থান করছেন, সে আমার মতো নগন্য মানুষের লেখা সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

    উত্তরমুছুন

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.