![]() |
| ~ কবি পরিচিতি ~ |
কথা রাখোনি
বিশ্বাসের সাথে সহবাস বহুদিনের তোমার
আমার
রাজ
অথচ আজ যখন দেখি তোমার
দেওয়া সিঁদুরে কেয়ার সিঁথি আগুনে লাল
বিশ্বাস
কর বুকের পিঞ্জর মুচড়ে ওঠে , আগুন
জ্বলে এ
বুকে
নেমে আসে অন্ধকার চোখের পাতায় এক
মুহুর্তে পৃথিবী অন্ধকার । আবার ও
আসছে সেই
দুর্গাপূজা । বিজয়াদশমীতে সিন্দুর খেলায়
যখন
মেতে উঠি। কেয়ার সিঁথিতে সিন্দুর
পরিয়ে দিই
তোমার মঙ্গলকামনায় ,
.ওর নাকে সিঁদুর বিদ্রূপ করে আমার
মুখে লেগে থাকা হাসিকে । অথচ
আমি হাসতে থাকি
তুমি জানো আমি আজও ভাসি তোমার
প্রেমে তবু আমি তোমায়
ছাড়া বাঁচতে থাকি রোজ তোমার
আমিতে লোকানো তুমিতে বাড়ি ফিরে দৌড়ে বাথরুমে ফেসওয়াস
এ মুখ ধুই , ঈশ্বরী মুখটা পরিষ্কার
হয়ে সাধারণ
আমিতে নেমে আসে ।
শুধু নিরুচ্চার কান্নায় চোখ দুটো লাল
হয়ে ওঠে ।
এক অভাবনীয়
কষ্টে ভেঙ্গেচুরে যেতে থাকে ভিতরের আমি ।
কিছুক্ষণ পড়ে সম্বিত ফিরে আসে -
চুপি চুপি সমস্ত শিরা - উপশিরার রক্ত
বিন্দু
বলে ওঠে , যা কখনোই তোমার ছিল
না তা যে শুধুই অন্যের................
রমা চোঙদার
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন