কালের লিখন

~ কবি পরিচিতি ~






ঘুমন্ত ঘুমের ঘোর


একদিন ঘুম ভেঙ্গে দেখি
সবকিছু উল্টে পাল্টে গেছে
মড়ক ধরেছে জীবন্ত মাছে, পাখি নেই
পাতা নেই ফুল নেই গাছে।
সাধের বাগান তছনছ করে গেছে ঝড়,
উঠোনে রক্তগঙ্গা,সবুজ ঘাস শুকিয়ে মরা চর,
মানুষ নাই শুধু স্মৃতি নিয়ে পড়ে আছে ঘর।

একদিন ঘুম ভেঙ্গে দেখি
শুষ্ক বীজতলা,স্বপন বপনে ভুল ছিল খুব,
পোষা পাখিটা দিন দিন মৌন কষ্টে নিরব নিশ্চুপ,
জীবন ছন্দে নেই,যাতনায় মরে গেছে কাংখিত লোভ।
জানলায় সূর্য নেই হারিয়েছে রোদ,
ক্রমশ লোনা পানি জমে উপাধেয় ক্রোধ
খেয়ে গ্যেছে লাবণ্য সুধা,পড়ে আছে অবশিষ্ট বোধ।

পুনশ্চঃ
একদিন ঘুম ভেঙ্গে দেখি
এসব সুখি রাতের নিতান্তই ভাবনার বুনট,
মুঠো মুঠো ভাললাগা ছড়িয়ে গেছে সুখের চুনট,
দুঃস্বপ্নে আখ্যায়িত গতরাতের বিনষ্ট ওম,
জীবন এককালীন অফার,অনন্তকালের ঘুম,
রাতের অন্ধকারে মহাপ্রলয়ে কাব্যিক হৃদয়,
পরাভবে,জীবন কিছুতেই নতমুখী লতা নয়।

ঘোর কেটে গেলে এবং ভেঙ্গে গেলে ঘুম
আলো ছায়ার পৃথিবীকেই দিয়ে যাই চুম।



কালের লিখন কালের লিখন Reviewed by Pd on সেপ্টেম্বর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.