![]() |
| ~ কবি পরিচিতি ~ |
বাতিঘর
কিছু শুকনো পাতা ছড়িয়ে দিলাম
তোমার চলার পথে পথে চলে এস,
পায়ের নূপুর খুল না
পাতার খসখসানি আওয়াজে তোমার
নূপুরের শব্দ মধুর লাগে
বহু দূর থেকে শোনা যায় তার ছন্দ
বাইরে ঝড়ের শব্দ চারিদিক আঁধার
চিলের ডানায় ঢেকে যায়
বিকেলের আবছায়া ধুসর আকাশ
হিরন্ময় নৈঃশব্দ্যের মাঝে ভেসে আসা
তোমার নূপুরের নিক্বণ
বাতিঘর হয়ে হয়ে আলো জ্বালিয়ে রাখে ।।
ইন্দ্রাণী সরকার
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২৩, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ২৩, ২০১৪
Rating:


কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন