জিনাত জাহান খান

~ কবি পরিচিতি ~ 





খোঁজ


পথিক -
পৃথিবীর সমস্ত পথ থেকে
তৈরী করো পথ,
নদীর কিনারা ছুঁয়ে যে পথ -
বয়ে যায়,কোন আদিম শিবিরে।
দাঁড়াও! কামনা নয় - চেয়ে নাও,
পরম আত্মশুদ্ধি...

পাখির ঠোঁটে পাকা বটফল সংক্রান্ত -
কোন উপমা জানা নেই।
মেঘের মায়া চোখে মেখে,
অপেক্ষায় -
আদমের দ্বিতীয় পদচিহ্নের!


জিনাত জাহান খান জিনাত জাহান খান Reviewed by Pd on সেপ্টেম্বর ২৩, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.