
আত্মস্বীকারোক্তি
জানি তোমাকে জানানোর কোনো রাস্তা নেই-
তবু এ আমার সহজ আত্মস্বীকারোক্তি;
তোমার দেয়া ওয়ালমেটটা আমার ঘরের শ্রেষ্ঠ আসবাব,
তোমার লেখা চিঠিগুলো আমার কাছে ঐশ্বরিক
গ্রন্থের পাতার চেয়ে অধিক মূল্যবান আর
তোমার প্রেমের ছোঁয়ায় যে হৃদয় সোনা হয়েছিলো তা জং ধরা
লোহার দামে বেচে দিয়েছি...
মৃত্যু ছাড়া আমার আগামীকালের আর কোনো প্রাপ্তিযোগ নেই।
বাংলাদেশ ।
আজম মাহমুদ
Reviewed by Pd
on
জুন ১৪, ২০১৪
Rating:
Reviewed by Pd
on
জুন ১৪, ২০১৪
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন