সৌমিত্র চক্রবর্তী




পিশাচ

কাঁধের ওপর মাথা নেই 
মাথার ওপর কাঁধ,  
একস্তরীয় দেহরঙ্গে 
বস্তির বিবাদ।

হাতে শুধুই মাসল ভরা 
আঙুলহীন যখ,  
কব্জি থেকে ছুরির ফলা 
লম্বা বাঁকা নখ।

মাথা নেই তো কানও উধাও 
কাঁকুড়ে জিভ আর দাঁত
কাঁটাতারের মস্ত লাঙুল 
লোমের প্রপাত।

শ্মশানমুকুর সঙ্গী চলা 
চিলচিৎকার গাল,  
রক্ত গড়ায় দুকষ বেয়ে 
হুঁশিয়ার সকাল।
সৌমিত্র চক্রবর্তী সৌমিত্র চক্রবর্তী Reviewed by Unknown on জুন ১৪, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.