অরুণ সেনগুপ্ত





  
সিঁড়ি
 


সিঁড়িতে ওঠার নiই

থিতু হয়ে বসা
পছন্দসই বাড়ীর জানালায়

তাকিয়ে থাকার দিন
অবসর খেলা
কৈশোর থেকে শৈশব - বাতায়ন

যুবক দুপুর বেলা
একা -একা সুর
দুরন্তসব পেয়ারা আমতলা

নিভবে বলেই রোদ
নিভু নিভু ছায়া
বারান্দাময় ডাকে যে -সাঁঝবেলা

সিঁড়িতে ওঠার নাই --
থেকে যায় দাগ
একদিন তো মুছবে পথচলা 



সিউরি / বীরভূম
অরুণ সেনগুপ্ত অরুণ সেনগুপ্ত Reviewed by Pd on জুন ১৪, ২০১৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.