শামীম পারভেজ






তুমি এলে 





তুমি এলে তোমায় মোড়াবো
রবির সোনালী আলো নিয়ে
তুমি এলে তোমায় করাবো স্নান
জ্যোৎস্নার রূপালী আলো দিয়ে ।
তুমি এলে তোমার চরণ দু'টো
ভিজাবো ভোরের শিশির দিয়ে
তুমি এলে তোমায় সাজাবো
রঙ্গিন পুষ্প বাগে যেয়ে ।
তুমি এলে তোমার নয়নে
আঁকবো কালো কালো কাজলে
তুমি এলে তোমার চুলে
দিবো ঘোমটা শাড়ীর আঁচলে।
তুমি এলে তোমার হস্তে
রঙ্গিন মেহেদীতে আঁকবো আলপনা
তুমি এলে তোমায় দিবো
নরম নরম সবুজ বিচানা ।
তুমি এলে তোমায় রাখবো
ভালোবাসার চাদরে স্নিগদ্ধ ছায়ে
তুমি এলে তোমায় দেখাবো
কোথায় তুমি আমার হৃদয়ে।

ঢাকা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ