সাঈদা মিমি






হরিণ পিপাসা
হায়েনার দল ক্রমাগত 
আরও বেশী রক্তোম্মাদ, 
পাঁজরে দাঁত ঘষে 
শানিয়ে নিচ্ছে সুখ... 

আমি তো 
জলজ মাত্রা, হরিণ পিপাসা



কেউ কেউ পাপী হবে

কেউ কেউ পাপী হবে, বুঝে নাও, 
আমিই সে; সাধা 
সয়ম্বর ফেরা পাঞ্চালীর ছায়া 

হাঁটা পথে গঙ্গাধরপুরের ক্লিশে হাট 
তারপর পানাঘাট, কুলের বাগান 
তবুও চেনে না কেউ 
তোমার বসতি! তবে কি 
আমার ছায়া আমাকেই 
ছেড়ে গেছে ধূর্ত এক বাঁকে? 

ভয় হয়, ক্লান্তিহীন ভয়, কোন পূণ্য 
একদিন অশোকের নির্জনে ছুঁয়ে 
দেবে পূণ্যের হাত, তুমি পরবাসী হবে


যদি দেখা হয়

যদি দেখা হয় 
থেমে যাবে অসময়, শীতমেঘ 
ভেঙে প্রিয় রোদ, হঠাৎ 
ছাতিমডালে কামগন্ধী 
ফুল! ভ্রম আসে... 
খোলাপথে কথা হয় 
অর্থহীন বাক্য জোড়া দিয়ে


যে বয়সে পালানোর কথা ছিলো

কার কি বিশ্বাস? এমন কি এসে যায় 
যদি কেউ নখ তুলে বলে, 'কুলটা হরিণ' 
বহুভাবে পালিয়েছি অলিগলি ধরে, 
পালাতে পালাতে দেখি 
যেখানেই থামি গন্তব্য হয়ে যায় তা! 
এখন আর পা চলে না, মনও ঝিমায়-

পালানোর কথা ছিলো যে বয়সে 
একা, নিজ ছায়া পাশেই থেকেছে ।




- ঢাকা -


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ