বাঙালীর ঘরে ঘরে
শালিকের শিমুল রাঙা
ঠোঁটে বসন্তের
সাজ
বকুলের ঘ্রাণ দোয়েলের
খয়েরী ডানায়
নাগরদোলার কচকচ শব্দ
জানান দেয়
গিরীষের বৈশাখী আজ।
সাজসজ্জায় তুমুল মাতাল
বাসন্তীর আবির
বর্ণছটায়
পান্তা ইলিশ মাটির
থালে ঝুড়িনামা
বটের ছায়ায়
আউল বাউল জারি
গানে পুঁথিপাঠ
আর একতারাটায়
তা তা থৈ
থৈ সা
রে গা
মায় বারোয়ারী
পসরা সাজায়।
রঙবেরঙের ঘুড়ি লাটাই কাট্রি খেলার সাথী কৈ
কবিকণ্ঠে কবিতা পাঠ
হিলোল জেগেছে
হোলিহোরির
বাঁশের বাঁশি হাতে
ঢোলক শাড়িপড়া
সখির নাকের
নোলক
রেশমি চুড়ি হাতে
চুলে ফিতার
ঝলক
চল খাবো আজ
বেসালির দই।
বাংলাদেশ ।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন