"কানামাছি"
ডাকোনি তবুও, ডাকছো শুনছি কানে
কি করি বলো চেতনায় যে জড়িয়েছি
না শুনে তবুও মানছি না -- এর মানে
নিজের সাথেই খেলছি -- কানামাছি!
বঁধূয়া -- এ মন আমারই অগোচরে,
তোমাকে, শুধু তোমাকেই খুঁজে যায়...
অস্থিরতা ধূধূ ও নদীর চরে,
তৃষ্ণা মেশায় জলছোঁয়া হাওয়ায়...
দলছুট সব শব্দ -- ব্যাকুলতায়...
বকুলঝরার উদাসে নীরবে আছি,
দৃষ্টি পেরিয়ে কোন এক আকুল দেখায়,
নিজের সাথেই খেলছি -- কানামাছি!
হয়তো তুমিও -- এখন এ খেলা-বন্দী
কানামাছি ভোঁভোঁ মাথাটি ভাবের ঘোরে!
ছোঁবে আর কাকে -- আমাকেই ও আনন্দী!
মধু এনো ঠোঁটে, -- সোহাগ অল্প ভরেই!
কলকাতা ।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন