দীপিকা রায়








আমরা টোকাই


আমরা টোকাই,
ঠিকানা নেই,নেই কোন পরিচয়
শহরে থাকেন যারা,আমাদের দেখেছেন নিশ্চয়!
শহরের অলি-গলি সারাদিন ঘুরি
কখনো ডাস্টবিনে, কখনো আবর্জনাস্তুপে
টোকাটুকি করি...

কখনো চায়ের দোকানে, কখনো রিক্সা ঠেলে,
ক্ট্রাফিক সিগনালে ভিক্ষে করে,
প্রেমিক যুগলের কাছে ফুল দিয়ে,
কখনো লক্ষ টাকার গাড়ি মোছে
বাসি পচাঁ ভাতমাছ যা জোটে ,
ফুটপাতে বসে খাই কুকুরের সাথে...।

নেতাদের মিছিলে থাকি পুরোভাগে,
পুলিশের লাঠিপেটা খাই আগে আগে।
গুলি খেয়ে রাজপথে প্রান গেলে ঝরে,
সাথে সাথে নেতারা নেয় তুলে ঘাড়ে।
আমাদের রক্ত আনে নেতাদের জয়,
ইতিহাসে আমাদের নেই পরিচয়...

প্রখর রৌদ্রে, অঝোর শ্রাবনে,কনকনে শীতে,
ফুটপাতে ,বস্তিতে স্যাতস্যাতে পরিবেশে
বেঁচে থাকতে হয় আমাদের
প্রকৃতিকে জয় করে।




দীপিকা রায় দীপিকা রায় Reviewed by Pd on সেপ্টেম্বর ০৫, ২০১৩ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.