দেবজিত সাহা








রুদ্ধ-১



যে সৌন্দর্য দিয়েছে ধরা
হতেও তো পারে চোখের ধাঁধাঁ।
মুক্ত আকাশে আঁকা যে সমস্ত নক্সা
সেগুলোই কি চাঁদ তাঁরার মিলনে
দেয় বাধা। প্রতিরাতে কত স্বপ্ন
মিলনের অতৃপ্ততায় তারাগুলি জ্বলে।
তবুও কি নিদারুন ভালোবাসায় বাধা
প্রতি রাতে আসে করতে দেখা।কি সুন্দর
নিস্তব্ধ প্রেম নিবেদন ঠিক আমার মতন।

ওদের রাতভর প্রেম দেখি আর সকালে নুতুন
স্বপ্ন নিয়ে উঠি। তারপর প্রতিদিন সেই ১০.৩০-৪.১৫
র ডিউটি তার মাঝে আবেগের হাতেখড়ি। সেই হাসির
অপেক্ষায় এখনও, মাঝে টিফিনের ছুটি। দূর থেকে দেখা
বরফ হাতে। শিকে ছিড়ল সেদিন তাকাতে গিয়ে বরফ
হাত থেকে পড়ল খোসে আমার মুখে ভয় দেখে তোমার
মুখে হাসি ফুটল যবে।  

তারপর থেকে শুধই অপেক্ষা সাইকেলের পরিচিত আওয়াজে
ফিরে তাকাতেই সেই হাসি হিসাব করে দেখি এ হিসাবের
অনেক বেশি । কত আনন্দ কি যে আনন্দ সত্যি যদি বলতে
পারতাম তাহলে হয়ত বুঝতে।

এই বেহিসাবি আনন্দ যে কদিনের তা যদি জানতাম তোমায়
আমি সেদিনই একবার জডিয়ে ধরতাম। ধাক্কায় তোমায় দিল
পিশে সাথে গেল ভালোবাসা মিশে। ইচ্ছা যে পুশে ছিলাম মনে মনে
তা হয়ত উনি বুঝেছিলেন ভালো করে। তাই হয়ত শেষ নিঃশ্বাস
ফেলেছিলে আমার কোলে। বাকি  স্বপ্ন তারায় গিয়েছে মিলে।

শিলিগুড়ি । 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ