মামনি দত্ত








আমার এ পথ



অথচ বহুদিন একা রাস্তা হাঁটছে
ঝড় বৃষ্টি এমনকি কিছু বজ্রপাত তার সাথী হোক
এটাই তার কাঙ্খিত, তুমি ডায়নিং টেবিল ছেড়ে
ওর সাথে চলা কে কি ভীষণ অস্বীকার,
টেবিল আশেপাশে হো হো হি হি -
আইসক্রিম বাটি বেয়ে গড়িয়ে যাচ্ছে রাজপথ
তোমরা খাচ্ছ আর মাছি তাড়াচ্ছো,
গলিপথ বা রাজপথ কতটুকু পিচ্ছিল আমি জানতে চাইতাম
তাই তোমাদের হাঁ মুখে পা রাখা মুহুর্ত আগুনময় ,
বাবা বাছা করা "রকস অন "পুড়িয়ে দিচ্ছে
দাহ্য চামড়া থেকে ধোঁয়া কি প্রবল,
উল্লাস কি উল্লাস টেবিল জুড়ে।
হে আগুন!আমাকে নিয়ে ফেলো "একা রাস্তার " খিদেময় পেটে।
উদ্বায়ী হতে হতেই একবার দেখে নিতে চাই
শোকের মৃত্যু জলময় দোতারায়
ভাসিয়ে দিয়েছে পথিকহীন যে কোন রাস্তা কে।


বেলঘরিয়া / কলকাতা ।


মামনি দত্ত মামনি দত্ত Reviewed by Pd on জুলাই ৩০, ২০১৩ Rating: 5

1 টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.