মামনি দত্ত








লুকোচুরি



দেবদারুর অজস্র শ্বাস জুড়ে প্রপাত রেখেছে কমলা চাঁদ,
প্রাগৈতিহাসিক ক্ষত নীরক্ত ঠোঁটের চুম্বনে অজানা অবয়ব মুছে নিয়েছে ।
উড়ে যায় জায়ফল ঘ্রাণ অনন্ত আমি থেকে,
থেমে আছে মুদ্রাদোষে প্রখর উত্তাপ।
সেইসব হাওয়ায় পালন হয়েছে নদীঝরাপাতার স্বপ্নরা,
যাদের আঁচলে একটুকরো নৈশচারী আল্লাদ আর
দেবদারুর পিচ্ছিল সবুজে ঘুমঘোর চাঁদ
প্রজাপতির জন্ম নিয়ে ফিরে যায় বিস্মৃতির অতলে।
এমনভাবে আমাকে রাখে যাবতীয় অতীতমুখী সময়,
কেননা দীর্ঘস্থায়ী কোন
সান্ত্বনা চৌচির হয়ে যায় অনিবার্য প্রবৃত্তির আড়ালে।


বেলঘরিয়া / কলকাতা ।

মামনি দত্ত মামনি দত্ত Reviewed by Pd on জুলাই ৩০, ২০১৩ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.