ইন্দ্রাণী সরকার








টুকরো ছড়া 


বিড়াল বলে মাছ ছোঁব না কাশীবাসী হব |
সঙ্গে নাই যে পরের বিবি কেমন করে রব !
মিঠা মিঠা গুড়ের মিঠা তার চেয়ে মিঠা মন,
পরের বিবি কোলে নিয়ে ভরাই এই জীবন |
নিজের বিবি ভালো লাগে না পরকীয়ায় বাঁচি,
গেঁড়ি গুগলি মেলে যদি তাই সাগরের জল সাঁচি ||
কামগুহাতে ঢুকতে মজা বেরোনোর পথ কই !
চক্রবুহ্যে ম'লাম না কি অভিমন্যু যে নই !
ভালো লাগে নষ্ট মেয়ে নষ্ট ঘরের বউ 
মহুয়া নেশায় তাই যে টলি মিঠি মিঠি মৌ |
ভুতের মত চেহারা যেমন নির্বোধ অতি ঘোর 
রোমিও সেজে মন ভোলাতে পাই না কেন জোর !

- নিউইয়র্ক -

ইন্দ্রাণী সরকার ইন্দ্রাণী সরকার Reviewed by Pd on জুলাই ৩০, ২০১৩ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.