আভা সরকার মণ্ডল / ঘেন্না



ঘেন্না
আভা সরকার মণ্ডল


কৌশলী কৌতুক বেষ্টিত
ছারখার ধুমায়িত যাপন
নষ্ট পরাভবে --- নিরামিষ প্রতিকার
ভয়ংকর সময় হেসে-খেলে পার পায়


পরিপূর্ণ নরক পরিদর্শন হেতু
পৃথিবীতে আসে পরিযায়ী দানব
প্রস্রাব‌ ছড়িয়ে সে পাপীদের মুখে
পৈশাচিক বৃত্তে তার, করে নড়াচড়া

বিরলতম ব্যভিচার ডিঙিয়ে যায় অবৈধতার গণ্ডি 
জন্মদাতা পায় বৈধ ধর্ষকের স্বীকৃতি ! 
নরকের কীটও ঘেন্নায় ডুবিয়ে রাখে নিজের মুখ 


পাপিষ্ঠেরা পৃথিবীর জঞ্জাল ---
সাফাই অভিযান ভীষণ ভাবে প্রয়োজন জেনেও
নেতৃত্বের প্রশ্নে-- নিশ্চুপ নেতাগন!


আভা সরকার মণ্ডল / ঘেন্না



আভা সরকার মণ্ডল / ঘেন্না আভা সরকার মণ্ডল / ঘেন্না Reviewed by শব্দের মিছিল on আগস্ট ০৬, ২০২৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.