আভা সরকার মণ্ডল / হন্যে হয়ে



হন্যে হয়ে
আভা সরকার মণ্ডল


স্বাধীনতার আটাত্তর আজ দুঃসময়ে ঘেরা
চতুর্দিকে বাড়ছে দ্রুত ঘুনপোকাদের ডেরা!
বিনাশ তাদের করতে চেয়ে পথের হয়ে সাথী
রাতের দখল নেবে হাতে আজকে মেয়ে জাতি!

লুকোবে না নিজের মুখ আর নিজের পরাজয়ে
প্রতিবাদী হবে তাঁরা আজকে শয়ে শয়ে ।
কি লজ্জা আজ, স্বাধীনতার এত বছর পরে
নিরাপত্তার অভাব প্রকট প্রতি ঘরে ঘরে!

আঁধার নামলেই সিঁটিয়ে থাকে মূল্যবোধের আলো
বুদ্ধিজীবীর আকালে আজ সমাজ এত কালো !
মেরুদন্ড জমা তাঁদের কার কাছে কে জানে --
হন্যে হয়ে খুঁজছে মেয়ে স্বাধীনতার মানে !




আভা সরকার মণ্ডল / হন্যে হয়ে আভা সরকার মণ্ডল / হন্যে হয়ে Reviewed by শব্দের মিছিল on আগস্ট ১৭, ২০২৪ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.