শ্রীশুভ্র
এ শতক এখনো দেখেনি কোন কবি’র মুখ
এ শতকে যারা কবিতা লেখে
কিংবা লেখার ভান করে
কিংবা কবিতা লিখে যারা খ্যাতিমান
ভক্তের সেল্ফিতে আর যাঁদের দেখা যায়
সভামঞ্চের এধারে কিংবা ওধারে
কিংবা যাঁরা রাজানুগ্রহে বাঁধা পড়ে
ছড়ি ঘোরায় কবিতা লেখার লাইনে
কেউই তাঁরা কবি নয়, কবিদের মেকআপে
বুদ্ধিতে শান দিতে দিতে এবেলা ওবেলা
শব্দ নিয়ে শব্দ দিয়ে শব্দের হাতিয়ারে
ধর্ষণ করে যায় কাব্য-সরস্বতী, সারস্বত সাধনা
এশতক এখনো দেখেনি কোন কবি’র মুখ
এশতকে তাঁরা কবিতা লেখেন না আর
প্রতিদিন ঘুমের ভিতর চোখের পিচুটিতে
অন্ধকার জমাট হতে দেখে ভয় পান
একজন ভীত মানুষ কবিতা লেখেন না
একজন ভীত মানুষ চোখ খোলেন না
একজন ভীত মানুষ সন্ত্রস্ত থাকেন
একজন ভীত মানুষ পালানোর পথ খোঁজেন
কেউই তাঁরা কবিতা লেখেন না, ভয় পান
বাথরুমে বসে বিড়বিড় করে জপ করেন
রাতে তাঁদের ঘুম আসে না, অন্ধকারে
শুধু নিজেকে দেখেন। আর শিউরে ওঠেন
এ শতকে যারা কবিতা লেখে
কিংবা লেখার ভান করে
কিংবা কবিতা লিখে যারা খ্যাতিমান
ভক্তের সেল্ফিতে আর যাঁদের দেখা যায়
সভামঞ্চের এধারে কিংবা ওধারে
কিংবা যাঁরা রাজানুগ্রহে বাঁধা পড়ে
ছড়ি ঘোরায় কবিতা লেখার লাইনে
কেউই তাঁরা কবি নয়, কবিদের মেকআপে
বুদ্ধিতে শান দিতে দিতে এবেলা ওবেলা
শব্দ নিয়ে শব্দ দিয়ে শব্দের হাতিয়ারে
ধর্ষণ করে যায় কাব্য-সরস্বতী, সারস্বত সাধনা
এশতক এখনো দেখেনি কোন কবি’র মুখ
এশতকে তাঁরা কবিতা লেখেন না আর
প্রতিদিন ঘুমের ভিতর চোখের পিচুটিতে
অন্ধকার জমাট হতে দেখে ভয় পান
একজন ভীত মানুষ কবিতা লেখেন না
একজন ভীত মানুষ চোখ খোলেন না
একজন ভীত মানুষ সন্ত্রস্ত থাকেন
একজন ভীত মানুষ পালানোর পথ খোঁজেন
কেউই তাঁরা কবিতা লেখেন না, ভয় পান
বাথরুমে বসে বিড়বিড় করে জপ করেন
রাতে তাঁদের ঘুম আসে না, অন্ধকারে
শুধু নিজেকে দেখেন। আর শিউরে ওঠেন
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন