আভা সরকার মণ্ডল / প্রার্থনা



প্রার্থনা
আভা সরকার মণ্ডল



জীবন চেয়ে, অমৃত ভেবে বিষ পান করেছে যে পাখিরা
তাদের পালকে বর্ষিত হয়েছে বিদ্রুপ--ছিছিক্কার ;
মুখে থুতু ছিটিয়ে কন্ঠনালীতে চাপিয়ে দেয়া হয়েছে মৃত্যু ।

বেঁচে থাকার লোভ বিপথগামী করেছিল ব'লে
চলছে তুমুল বিষোদগার ---
এ শাস্তি তাদের প্রাপ্যই ছিল ।

শুধু ডানা মেলে ওড়ার আকাশ দেয়ার প্রতিশ্রুতি সহ
যারা নৈবেদ্য সাজিয়েছিল অমৃতের বদলে বিষ রেখে
যারা মৃতপ্রায় কে প্রলুব্ধ করেছিল বেঁচে থাকতে--
-- শুধু তাদেরকেই ভগবান অমরত্ব দিয়েছেন ঢেলে !

এমন পক্ষপাতিত্বের বিচার কে করবে এখন --- মানুষ ছাড়া ?
মানুষই, ঈশ্বর হয়ে উঠুন, ভোটের বাজারে
..... মানুষেরই কাছে আজ এই প্রার্থনা !


আভা সরকার মণ্ডল / প্রার্থনা sobdermichil



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ