শঙ্কাসমূহ
■ রাহুল ঘোষ
যত রোদেই যাই, আকাশের গায়ে যেন এক অদ্ভুত গোধূলি নেমে আসে! মায়াবী আলোয় লেগে থাকে সময়ের জলছাপ। জলছাপে ঢেকে থাকা শঙ্কাসমূহ এখন আর অনুচ্চকিত নয়। তাদের আগ্রাসী ভঙ্গিমায় খুলে যায় কৃষ্ণগহ্বরের অনেক আবরণ। সেইসব অন্ধকারে চোখে পড়ে নোনাজলে ডুবে যাওয়া আগামী। কোথাও যেন কার্নিভাল শেষের বাজনা বেজে ওঠে!
আসলে, আক্রমণ বহুমুখী এখন। প্রত্যেক ঘুমের পরে, স্মৃতিধার্য পঙক্তির অভাবে জন্ম নেয় আরও একটি নিষ্ফলা দিন। ওদিকে শব্দের পাঁজরে বেড়ে উঠছে বিস্মৃতির ঘ্রাণ। প্রতিটি একলা বিকেলের মতো সেও রিক্ত হয়েছে অনেক। সুরম্য যাপনের লিখিত বর্ণমালা হয়ে উঠছে অচেনা।
শীতের কাঁটাতার পেরিয়ে আসার পরেও আমার ভিতরে তাই প্রবল শীতকাল থেকে যায়!
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন