বিমূর্ত চোখ কিন্তু দৃশ্য অবুঝবিদ্যুৎ ভৌমিক
ক্যানভাসটায় সবেমাত্র আলো-র রঙ আঁকতেই এস্ট্রে জুড়ে কারণহীন টুকরো কিছু আঁধপোড়া সিগারেট গুলো হৃদয় বিক্রেতার অভিলাষ নিয়ে একপ্রকার উত্তাপহীন জটিল নীরবতায় ভীষণ নির্বাক !
যেটাই ভেবেছি ; অন্য ছবি এসে দাঁড়ায় নিষিদ্ধ তুলিতে ,--- জানলার ওপাশ থেকে তর্কবাজ কোকিল আকাশ পোড়া দুপুরে একটানা নির্বাচিত কবিতা বলে চলে !
গোটাটাই ভারসাম্যহীন দৃশ্য ; চোখের মধ্যে আয়ুহীন স্বপ্নের আস্ফালন ,----- এভাবেই এক একটা ছবি অস্তিত্বের মেঘে কৃপণ ; অন্যথায় ঝাপ্সা নির্বাক !
বাড়িটার ভেতর কেউ একজন গাজন - সন্ন্যাসীর ছদ্মবেশ প'ড়ে প্রাচীন ইতিহাস নিয়ে বহুক্ষণ এক জায়গায় বড় স্থির !
ভিতরে ইট খষা এই ঘরে শর্তহীন নিরুত্তাপে ভরা একপাত্র চায়ের কাপে নিঃশব্দে চুমুক ; এ'ভাবেই অহেতুক ! যেটা চাইছিলাম ভিতরময় নির্বোধ অন্য এক ভাব নিয়ে অচেনা অস্পষ্ট,অতএব চিন্তার বহির্ভূত অবৈজ্ঞানিক !
নতুন কিছু বিশ্লেষণ অনেক কালের ভিতর শতছিন্ন ; ক্যানভাস থেকে থুতু - ক্লেদ - রক্তে রক্তে গল্পের শেষ অধ্যায় !
বাড়িটার অন্য ঘর গুলোতে সকাল - দুপুর - সন্ধ্যা এবং রাত ; একই রকম রুগ্ন - জীর্ণ সৃজনহীন বাস্তব , ---- যদিও গোটা অনেকটা সময় প্রাচীন ঘড়িটার পরোয়া করে না ! আমি কি অন্য কোন আকাশের কাছে ভাবনা ভিক্ষা করতে এসেছি ; তাইতো দারুণ শূন্যতায় ছড়িয়ে দিয়েছি আমার অপলক তাকিয়ে থাকার সবটুক ভাবনার অসুখ !
কেউ ওধার থেকে আসেপাশের ভয় ও লজ্জা সরিয়ে নিঃশব্দে হেঁটে এলে ; দূরের সাজিয়ে রাখা চিন্তাগুচ্ছ মুছে যায় ক্যানভাস থেকে !
কিছুদিন ধরে শরীর আঁকছি , অন্য এক অলৌকিক মূর্তি এই ঘরের দর্পণে আশ্চর্য ভাবে উলঙ্গ বিপরীত ; তবুও অবুঝ হয়ে পুড়ে ওঠে প্রতিদিনের আস্পর্ধাগুলো !
ক্যানভাস থেকে কথা বলে এ'বাড়ির ঘর দোর , চেনামুখ গুলো পরিচয়হীন ; যেন ঐতিহাসিক ,-- চোখে চোখে শহরের গলি - রাস্তাঘাট সব কিছু ভিজে ওঠে অকালবর্ষণে !
অবশেষে ক্যানভাস থেকে নীল - কালো - লাল কিন্বা বেগুনী রঙেরা গলে গড়িয়ে পড়ে ; অবশেষে ঠোঁটে জ্বলে ওঠে চারমিনার সিগারেট!!
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন