শর্মিষ্ঠা ঘোষ | চমক

চমক 
শর্মিষ্ঠা ঘোষ

চমকানোর রীতি প্রকরণ ছাত্রবন্ধু ইত্যাদি
আপনার দোকান কিংবা আমার বাবার
অচল কয়েন নিয়ে হাটবাজারে ঘোরা ভাঁড়ুদাস
নিজেকে ইউনিকর্ণ ভাবতে ভাবতে 
মরে যাবে শান্তিতে -

বাণিজ্য কেন বেহুলা বোঝেন নি সহজ
এত বুঝলে 
মৃতদেহে প্রাণসঞ্চার হয় না জানতেন

বুঝলে লিখে দিতেন রূপ কানোয়ার কথা
সহস্র মুখ থাকলেই কেবল মিথ্যুক বুঝি
চন্দ্রমুখী কলঙ্ক নিয়ে বনমালী গো
পরজন্মে অপর হয়ে এস নাম বদল কিবা দরকার




শব্দের মিছিল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ