মেশকাতুন নাহার | রক্তচোষা

চতুর্দিকে এডিস মশার বেড়েছে খুব দাপট,
সুযোগ পেলেই হুল ফুটিয়ে কামড়ে দেয় যে ঝটপট।

রক্তচোষা এসব প্রাণীর অতি ভয়ঙ্কর রূপ,
ঝোপেঝাড়ে জলাশয়ে বাস করে এরা চুপ।

আরও কিছু বাস করে যে নর্দমারই জলে,
ভাইরাস ছড়ায় মানব দেহে ওরা দলে দলে।

ভদ্রবেশী কিছু মশা এসির নিচে থাকে,
সোফায় বসে পা যে দোলায় রঙিন পর্দার ফাঁকে।

ক্ষুদ্র হলেও প্রাণীগুলোর প্রভাব সাংঘাতিক হয়,
মানে না তো আইন কানুন,পায় না কোনো ভয়।

এসব মশার প্রজনন স্থল করতে হবে ধ্বংস,
তবেই দেশের রক্ষা পাবে মানবজাতির বংশ।




মেশকাতুন নাহার | রক্তচোষা মেশকাতুন নাহার | রক্তচোষা Reviewed by Test on আগস্ট ০১, ২০২৩ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.