বয়ঃসন্ধিকালীন জাহাজের মতো চটচটে সেমিনিউফেরাস , এক্স মোলকিউল লার্জ কোলাইডার রমন ক্ষেত্রের ঠকঠকে কাঁটা চামচের পাঁজর আর রৌদ্র দুগ্ধের মতো ময়ূরাসনের ভেক্টর দাঁত নিয়ে গত রাতের বাসি পচা মাংসের দলা গুলোকে লাল রেচন যন্ত্রের দিকে ছুঁড়ে নৌকা চালিয়ে পৃথিবীর আদিম খনিজ গর্তের ভেতর ঢুকে গেলাম , প্রতিরাতের চাঁদ প্রাপ্তবয়স্কের মতো নিষিদ্ধ ডার্ক ফ্যান্টাসি খাচ্ছে
প্রমিস পাঁজা ৪৬৭ যোজ্যতার কৃষ্ণচূড়া গাছ লাগাচ্ছে মৃত মানুষদের মুখে তেজস্ক্রিয় ক্যাটায়ন দলমন্ডলের সাইন্যাপস গুচ্ছ রাখবে বলে , আমড়াখালির জোনাকি উপত্যকায় মরচে আকাশমনি গুঁজে দেই এক তৃতীয়াংশ খেয়া পথ পেরিয়ে , মায়ের জননতন্ত্রের দিকে আর কোনদিন ফিরে তাকাইনি জন্মের পর
পুড়িয়ে ফেলছি আমার কাস্তের মতো বাঁকানো নখর যুক্ত গম বীজের এক শৃঙ্গ বিশিষ্ট লাল দল দলে অঙ্কুর , হাফ লাল আঙুর খেতে অভ্যস্ত জেব্রাটি জিভ বের করে আমার শরীরের থেকে ১৫০৫ টি সাপের শল্কমোচন আবিষ্কার করল আবহবিকারের নগ্ন মাছি ওড়া বিষাক্ত ক্লিওপেট্রা ঠোঁট দিয়ে , হেপারিন আর কিছু নয় অদ্রবীভূত সৈন্ধব শৃঙ্গারের নাম
অবিন্যস্ত ক্রিয়োজেট ২০০ জলে ভেজা সিপিয়া রঙের জানালার কাঁচের মতো দীর্ঘ গলার রক্ত ওঠা সংক্রমণ ক্রোমোজোমে স্কুল ফেরত যুবতীর বুকে ফুটে ওঠে লাল রবারের মতো গাঢ় হলুদ বিপ্রতীপ কোণ , আমি দুই হাতে উলঙ্গ পোশাক ছুঁড়ে দিচ্ছি আরো এক মুক্তি বেগহীন কক্ষপথের অযুত নক্ষত্র কোষের গর্ভ গর্তে ,
মৃত ব্যক্তির খোলা পায়ের জুতোর ভেতরে নপুংসক অষ্টাদশ সন্তানের নিমজ্জিত কমলা অসুখের তৈল গ্রন্থির ভাসমান জাহাজ থেকে নেমে আসা ঋষিটি পিণ্ড জমিয়ে জমিয়ে অব্যবহৃত ন্যাপকিনের সুগন্ধ দ্রব্যের স্তুপ সংবহন তৈরি করে ,
দ্বিতীয় চন্দ্রগুপ্ত গত পরশু দিন থেকে আমার শরীরের অধঃমন্ডলে ঝুলে থাকা মেঘনাদ সরোবরের হৃৎপিণ্ড নিয়ে পৃথিবীর অক্ষাংশে নিপুন নৌকা চালাচ্ছে , ডলফিন পার্লারে ক্ষয়ে যাচ্ছে লিপস্টিকের স্টিক
The Menu of this blog is loading..........
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন