🇮🇳 শর্মিষ্ঠা ঘোষ | বিভ্রান্ত


বিভ্রান্ত?
শর্মিষ্ঠা ঘোষ

ক্রমশ না তাকানো শিখে যাচ্ছি 
ক্রমশ ঔদাসিন্য বুঝতে পারি আপনি চূড়ান্ত হতাশ হয়তো প্রতারিতও
সব অর্গল খুলে গেছে বিবেকবাবুর 
বগলদাবা হাত
প্যানিক বোধ করছেন যে কোন প্রশ্নে 
মহতী বিপন্নতা
আত্মপরিচয় দিতে পারছেন না 
সঠিক রাস্তা নেই ঠিকানার
সব পায়ে পায়েই বেড়াল হয়ে যাচ্ছেন মিঁউটা যুতসই হচ্ছে না
নিস্ফল আক্রোশে সিডেটিভের দিকে হাঁটছেন কিংবা ঝাঁকের কই
আলাদা হবার অহং থেকে চূড়চূড় এক আবছা ছায়া সম্বল
ভরকেন্দ্র খুঁজতে খুঁজতে হারিয়ে যাওয়া অহংকারী মানুষ

শব্দের মিছিল





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ