ভালোবাসার ব্যবচ্ছেদ
মেশকাতুন নাহার
যদি মেনে নিতে ইচ্ছেদের অনুচ্ছেদ _
তবে হতো কি বিচ্ছেদ?
যদি অভিযোগ গুলো করে দিতে উচ্ছেদ _
তবে হতো কি বিচ্ছেদ?
যদি দিতে এই সামান্য কিছু ছাড়_
তবে হতো কি প্রণয়ের হার?
যদি দিতে কিঞ্চিৎ মতামতের অধিকার _
তবে কি ছিল খুব বেশি হারাবার?
যদি কণ্ঠস্বর করতে স্তিমিত _
তবে হতো কি এতটা ক্ষত?
যদি চাইতে সঙ্গীটির হাসি_
তবে হতো কি ভালোবাসার ফাঁসি?
যদি করতে একনিষ্ঠ বিশ্বাস _
তবে হতো কি প্রেমের সর্বনাশ?
যদি রাখতে ব্যথাগুলো গোপন _
তবে কি হতো সম্পর্কে কম্পন?
যদি হতো না স্বপ্নের ব্যবচ্ছেদ_
তবে হতো কি বিচ্ছেদ?
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন