অমরেশ বিশ্বাস | বাঁচার লড়াই

একটা কিছু করতে হবে
নইলে যে ভাই মরতে হবে
চায় কে বলো মরতে
আমরা যারা যাচ্ছি মারা
আয়রে রুখে দাঁড়াই তারা
এবার হবে লড়তে।

এ যে বাঁচার লড়াই ভাই
লড়তে কি ভয় আমরা পাই
ভয় পেলে হয় মরতে
আমরা সবাই বাঁচতে চাই
বাঁচার লড়াই লড়ছি তাই
ভয় পাব না লড়তে।

আমরা ভীরু মোটেই নয়
লড়াই করে আনব জয়
দেখবে গোটা বিশ্ব
হবই সেরা আমরা লড়ে
কাড়ব নজর রেকর্ড গড়ে
হই সে যতই নিঃস্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ