জীবন ধর্মে ।।
ধর্ম -সেতো এখন আমরা'ই রচনা করি !
যে ধর্মের পদ চরণে তোমার স্বর্গ ।
স্বর্গের মরূদ্যানে সুদর্শন’ ই মুখখানি
সাদরে গ্রহন করবো – সমস্ত শরীর লুটে পুটে নিয়ে
তোমাকে হাসাবো – কাঁদাবো –
দুর্বলতায় ক্রমাগত ভাবাবো ।
মানুষ না অমানুষ –
বরং সে কথা থাক । এসবে তুমি ভেবো না ,
না হলে - বিকেলের চায়ে গোপনে কে বিষ ঢেলে দেবে
কৃষ্ণ পক্ষের রাতে গলায় চরানো দড়ি-
মধু চন্দ্রিমার ছলে চলন্ত ট্রেন থেকে জোড় ধাক্কা
ক্ষীণ প্রতিবাদের ধমনীতে
চির ধরানো ধারালো ব্লেড
নয়তো বা কেরোসিনের প্রলেপ দিয়ে প্রজ্বলিত তোমার অস্থি মজ্জা ।
আগুনের গোগ্রাসে বুদ বুদ হয়ে মিলিয়ে যাবে
সাত পাকের মাংস পিণ্ড ।
কি ভাবছ ? সমাজ ! সেখানেও আমরা ।
কফিন বন্দি শনাক্ত গলিত দেহে –
স্বজনের বোবা কান্নায় দুমড়ানো কিছু ফুল
খবরের পাতার টাটকা ক্লিপিংসে গরম করা হাটে বাজার –
সময়ে স্নায়ু’র উজ্জীবিত রক্ত ক্রমশঃ হবে স্থিতিশীল ।
তাই -
যদি সত্যি’কারের মানুষ হও – শেকল ছিঁড়ে বেরিয়ে যাও
ধেয়ে আসা কতৃত্বের ক্রোধকে পরাজিত করে
দু চোখে নব জীবন দেখ -
কেন'না এই চোখখানি তোমার’ই ।
( পরিমার্জিত , তসলিমা সংখ্যার পর )
উত্তরবঙ্গ ।
10 মন্তব্যসমূহ
ভালো বলেছ দাদা।। খুব বেশী ভালো লাগলো তাই।
উত্তরমুছুনভালো বলেছ দাদা।। খুব বেশী ভালো লাগলো তাই।
উত্তরমুছুনপ্রিয়দীপ । কিছু বলার নেই । ক্রমশ আপনি সব শ্রেণীতেই সাবলীল হয়ে উঠছেন । কি প্রেম , কি ভালোবাসা , কি সমাজ চেতনা , কি শিক্ষা কি দীক্ষা , কি দেশ । সাবলীল ভাবে আপনার ভাবনা তার শক্তি সঞ্চয়ে প্রকাশিত শব্দ আমাকে আকৃষ্ট করে প্রতিনিয়িত । অপূর্ব ।
উত্তরমুছুনসমাজ এর ভ্রুকুটি তে মানুষ হয়ে উঠতে পারেনা যে তার প্রতি যথার্থ নিবেদন!!! অপূর্ব ...কবি।।
উত্তরমুছুন@Debjit
উত্তরমুছুনব্লগে এসে কবিতা পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ ভাই ।
@মল্লিকা সেন
উত্তরমুছুনআপনার ভালো লাগা আপনার সার্বিক বিশ্লেষণে নিজেকে আরও দায়িত্ব শীল হতে শেখায় । পাশে থাকুন মানুষের কথায় ।
@মামনি দত্ত
উত্তরমুছুনউৎসাহিত হলাম আপনার উপস্থিতিতে । আন্তরিক শুভেচ্ছা নেবেন কবি ।
যদি সত্যি’কারের মানুষ হও – শেকল ছিঁড়ে বেরিয়ে যাও
উত্তরমুছুনধেয়ে আসা কতৃত্বের ক্রোধকে পরাজিত করে
দু চোখে নব জীবন দেখ -
কেন'না এই চোখখানি তোমার’ই ।
== খুব সুন্দর লিখেছেন কবি। যতার্থ আপনার আন্তরিকতা। যতার্থ আহ্বান।
@মল্লিকা সেন
উত্তরমুছুনদিদি - এই সবই আমাদের শোষিত সমাজের ছবি । সময় অসময়ে তাই ঝলসে ওঠে শব্দে । ভীষণ অনুপ্রাণিত হলাম আপনার পদার্পণে ।
@পর্ণা
উত্তরমুছুনহুম খুব স্বাভাবিক এই আহবান । সাময়িক দুর্মূল্য দুর্ভেদ্য মনে হলেও এটাই বাঁচার শাশ্বত পথ । ধন্যবাদ প্রিয় সুহৃদ , শব্দের আল্পনায় আপনার উপস্থিতির জন্য ।
সুচিন্তিত মতামত দিন