“ আমার নাম তিস্তা ”
খুব সুন্দর নাম দিয়েছ আমার- তিস্তা
কেন দিয়েছ, কি কারনে- জানিনা
শুধু বয়ে চলি অজানার পথে
তোমরা আসো, কাজ শেষে আবার ফিরে যাও
আমি থেকে যাই সেই একা- তিস্তা !
সন্ধ্যা আগমনে দুলকি চালে বয়ে চলি একা
সারাদিনের ঝড় ঝাপটা সামলে শান্ত মনে নিজেকে দেখা
প্রেম ফিরে গেছে যে যার বাসায়
নৌকা দুটি তীরে বাঁধা আত্ম মগ্ন
তাদের আগলে রাখি আপন করে দোলায় !
কাল আবার ফিরে আসবে প্রেমিকযুগল
হাসি উচ্ছ্বাস প্রেমালাপে উদ্ভাসিত হবে আকাশ বাতাস
একা একা হেসে উঠবে তিস্তাও
মনের গহীনে জমা কান্না অভিমান
নিস্তরঙ্গ বুকে নেই কোথাও ভালোবাসার প্রলেপ
শুধু কুল কুল বয়ে যাওয়া আপন মনে-
অজানার পথে... অজানা ঠিকানায় !!!
(১০.১০.২০১২)
“ রেখে গেলাম অনুভব ”
কিছু কথা উহ্য রেখেই বলে যাই কিছু কথা,
আজ বুঝে নিও সামুদ্রিক ব্যাপকতা;
সহজে বলে দিলে থাকে নাকো গভীরতা,
তাই খুঁজে নিও মনের আন্তরিকতা !
কানে ফিস ফিস করে কিছু বলবো না,
ভালবাসার গভীরতায় হাঁসফাঁস করবো না,
চোখের জল মুছে সোহাগ দেখাবো না,
তা বলে সরল মনের সুযোগ নিও না !
আজ নাহয় বমি ওঠা কথা বাদ দেবো,
নাক সিটকানো কথাও বাদ দেবো,
দেখাবো না কোন অলীক স্বপ্ন,
শুধু ভেবে দেখো হয়ে আত্মমগ্ন !
বিশ্বাস রেখো বহতা বাতাসে,
আমি এলে তোমার হৃদয় হাসে,
মানে না তোমার চুলের বাঁধন,
রিনি-ঝিনি বেজে ওঠে হাতের কঙ্কণ,
কথা বলে শুধু ভালোবাসা চিরন্তন !
চলে যাওয়ার আগে রেখে আসি কিছু গন্ধ,
জানি চিনে নেবে চোখ বন্ধ;
জলের গ্লাসে হাতের ছাপে খুঁজবে প্রিয় ব্যথা,
ঘরময় ছড়িয়ে থাকি তোমার প্রিয় সখা,
অনুভব ছড়ানো ভালোবাসা আঁকা বাঁকা !!!
(০৭.১০.২০১২)
উত্তরাখণ্ড ।
13 মন্তব্যসমূহ
কিছু কথা উহ্য রেখেই বলে যাই কিছু কথা,
উত্তরমুছুনআজ বুঝে নিও সামুদ্রিক ব্যাপকতা;
সহজে বলে দিলে থাকে নাকো গভীরতা,
তাই খুঁজে নিও মনের আন্তরিকতা !
ঠিক বলেছেন কবি । দুটি লেখাই সুন্দর ।
মল্লিকা সেন, আজ ব্লগ খুলে প্রথমেই আপনার মন্তব্য পেয়ে আমি যারপরনায় খুশি, উচ্ছ্বাসিত। সত্যি খুব আনন্দ পেলাম ম্যাডাম। অনেক ভালোবাসা।
উত্তরমুছুনO khub sundor laglo porna..hridoy diye anuvob kora jai.kobita tomar porar por.
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ সুপর্না। এখানে এসে কবিতা পড়ে মতামত দেওয়ার জন্য।।
উত্তরমুছুনKhubi sundor laglo..darun
উত্তরমুছুনTomar kobita porle vabuk hoye jai.khub valo laglo 2to kobitai
উত্তরমুছুনসুপর্না, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না বন্ধু; তুমি এখানে এসে কবিতা পড়েছ বলে খুব খুশি হলাম। সঙ্গে থেকো এইভাবেই।
উত্তরমুছুনবুজু, এখানে এসে কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। কবিতার সঙ্গে থেকো।
উত্তরমুছুনদেবরাজ, তোমাকে অনেক ধন্যবাদ- এখানে এসে কবিতা পড়ার জন্য।
উত্তরমুছুনমল্লিকা সেন, ব্লগ খুলে প্রথমেই আপনার মতামত পেয়ে মনটা বেশ উড়ু ঊড়ু। খুব খুশি হলাম। আশা করবো এইভাবেই উৎসাহ পাবো ভবিষ্যতে।
উত্তরমুছুনValobasa je kono samporker modhei thake.khub govir.
উত্তরমুছুননামহীন, তুমি যেই হও না কেন- তোমার কথায় গভীরতা অনেক বন্ধু। তোমাদের জন্যই তো কবিতা প্রেমময় হয়ে ওঠে। অনেক আন্তরিকতা রেখে গেলাম।
উত্তরমুছুনসুপর্না, তুমি আমার কবিতা বা যেকোনো লেখার একনিষ্ঠ পাঠিকা। তোমাকে কিভাবে যে ভালোবাসা ফিরিয়ে দেবো ভেবে পাই না। বন্ধু বলে ধন্যবাদ দিতেও পারিনা। শুধু চাইব-এইভাবেই আমার লেখনির সাথে থেকো। অনেক আন্তরিক ভালোবাসা নিও বন্ধু।
উত্তরমুছুনসুচিন্তিত মতামত দিন