বিপ্লব পাল | অগাধরঙিন

আমি এক আনমন নদী। স্বপ্নের ভেতর ভাঙি দুই পাড়
রহস্যমেদুর স্বপ্নিল আকাশ। আমি একা নির্জন অপার
কুয়াশার তরী বেয়ে হারিয়েছি সব বৈরাগ জীবনের প্রাণ ডাহুকের ডানা বেয়ে উড়ে যাই দূর যেন এক আলোর ম্লান

আমাকে ঠুকরে খায়, বুকের ওপর বসে মৃত সব পাখি
মাছখেকো বক - মৃত চরে বসে বাজায় জীবনের বাঁশি
ভেসে যায় জবুথবু জীবনগুচ্ছ একা একা সীমানাবিহীন তোর কাছে সারারাত বাউলেরগান জীবনের অগাধরঙিন

দুরূহ অন্ধকারে, হরিৎ মজ্জায় ভাঙাচোরা হাড় ইতস্তত
যুবতীর নাভি বেঁয়ে নেমে আসে মহাপ্রাণ, জীবনের ব্রত



বিপ্লব পাল | অগাধরঙিন বিপ্লব পাল | অগাধরঙিন Reviewed by Test on জুন ২৮, ২০২৩ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.