আভা সরকার মন্ডল | স্বপ্ন ভেঙে গেলে

স্বপ্নের কাছাকাছি পৌঁছতেই ঘুম এসে যায় চোখ জুড়ে
স্বপ্ন ভাঙ্গার ভয়েই হয়তো ।

স্বপ্ন তরী ভেসে থাকে নিথর জলে ---

যারা অনবরত প্রতিবাদ জানায় ঘুমের বিরুদ্ধে
তাদের ধৈর্যশীল চোখে রক্তের বন্যা
শোকে তরল থেকে থকথকে হয় ---
জমাট বাঁধে , পরমুহূর্তেই পরিনত হয় লাল পাথরে

যাদের হাত-পা বাধা অদৃশ্য শেকলে
ঘরে মা বোন আছে বলেই যারা চুপ করে ছিল এতদিন
সেই একই কারণে তারাই প্রতিবাদী হয় সভয়ে

শাসানির খাঁড়াতে যারা তেল মেখেছিল যত্নে
তারাই  রক্ত পাথরে ঘষে ঘষে ধার করতে থাকে
ধৈর্য-সহ্য, ত্যাগ-তিতিক্ষার ফলা

পোষ মানা শেয়ালে টেনে নিয়ে যায়
উলঙ্গ মৃত লাশ
পিশাচেরা জানেনা বোধয়---

স্বপ্ন ভেঙে গেলে ঘুম ভাঙতেও দেরি হয় না এতটুকু !




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ