বিউটি সাহা | আমাদের সমাজ

অন্যের মেয়েটি আজ ধর্ষিতা
পিশাচেরা খুন করেছে তাকে ,
আমার মেয়েটি দিব্যি নিরাপদে
সারাটি জীবন যেন  দুধেভাতে থাকে।

সমাজ কি চায়, সবাই ভালো থাকুক
সুযোগ সুবিধা সবাই সমান পাক!
বেকারত্বের জ্বালা সমাজ দেখে না
চায় না বোধহয় সবাই ভালো থাক।

অন্যের ক্ষতি দেখতে দেখতে
সয়ে গেছে এই দুটো  চোখ,
তাও নিজে আছি  বেশ ভালো ,
কিন্তু বলিনি তো সবার ভালো হোক!!

মিছিল




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ