ও-পাখী, তুই উড়ে যা-
পিঞ্জর খুইলে, উড়ে যা!
কেন-রে, তুই রইলি বন্দী-
বুঝলি না, রে-লোকের ফন্দি?
আদর করে, দিলো খেতে -
ফন্দি এঁটে, রাখলো বেঁধে!
স্বাধীন স্বত্তা, কেড়ে নিলো -
তোর পায়েতে, বেড়ী দিলো?
ও -পাখী, তুই চইলে যা-
খাঁচা ভেঙ্গে উড়ে যা!
পিঞ্জর ভেঙ্গে, পাইলে যা-
নীল গগনে, উড়ে যা!
বন্দী কেন, খাঁচায় রে, তুই-
নীল গগনে উড়ে যা!
মুক্ত আকাশ, ডাকছে তোরে -
রঙ্গিন সূর্য, উঠছে ভোরে!
_____________________________________
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন