শুভশ্রী সাহা। বদলা নেবো নাকি বদলে যাব!



বদলা নেব! ক্ষেপেছেন নাকি ভাই আমি সাদামাটা কেরানি মানুষ নুন আনতে পান্তা ফুরাই স্বপ্নে চাঁদ ফিরি করা যায় কিন্তু বাস্তবে

লবডঙ্কা! দেবে ক্ষনে সাত সউমুদ্দুর পারে ট্রান্সফার করে তখন ল্যাও ঠেলা ছেলে মেয়ে গ্যাঁড়াগুড়ি না ভাই আমার অত ধক নেই তার থেকে যা চলছে চলুক আরে লঙ্কা জ্বলছে জ্বলুক! যে আসে লঙ্কায় সেই রাবণ আমার কী মশাই! বলি আমি তো সেই সাড়ে আটটার বনগাঁ লোক্যাল ধরব নাকি

আমাকে এইসবে টানবে না ভাই বে লাইনে বেশি টাকা দিয়ে ঢুকছে লাইন কিনছে লাইন বেচচে সবই দেকচি কিন্তু বলতে যাবে কে! সাতদিন গাড়ি বসিয়ে দেবে মালগুলো বেকায়দায় ট্রাফিক লেলিয়ে দেবে টাকা খিচে খিঁচে মারবে! কী লাভ ভাই আমরা হলুম বছর বছর রক্তদান শিবিরে বেল্যাড দেবার লোক বেল্যাড দেব ডিম পাউরুটি কলা নিয়ে বাড়ি যাব তাঁতীকে তাঁত বুনেই খেতে দে ভাই

আর বদলা কিসের জন্য রে ভাই কার জন্য বদলা নিবি নিজের পাটির ল্যাতার জন্য । আরে ছোঃ রাতের বেলায় দেকিস ক্ষনি ব্যাটারা এক টেবিলে বসে চুমুক মারছে তোর আমার রক্তে! বদলা নিবি! কিসের জন্য কার জন্য নিবি আগে ঠিক করে নে দিনি! আর নিলে মেশিনগান চালিয়ে টারা রা রা রা করে মারতে হবে মরতে হবে যা ফোট!


কী! অফকোর্স বদলাতো নিতেই হবে রে শালা! রক্ত গরম হয়ে ফুটছে মালটা কী করে রোডস এর টেন্ডারটা খেয়ে নিল বলতো!

শ্লা টাকা দেখাচ্চে! পার্টির টাকা ফান্ডের নামকরে নিজের পেটে ঢোকাচ্চে আর বাওয়া সরকারি অফিসে ভিখিরি বসে আচে না স অ অ ব বাটি পেতেই রেকেচে হাভাতের দল পড়েছে সটকেচে! ওই ডি এমের সেক্রেটারিটার মাইরি হেবি খাই রে। সব ম এর দোষ। সেরম চ্যান্স পেলেই রমার সঙ্গে ভিড়িয়ে দেব সুযোগ মত টপকাব! বদলাতো নিতেই হবে শালা আমার চারকোটির টেন্ডারটা খেইয়ে নিল! ওকে ছাড়ব! ছ্যাঃ বদলা নিলে নিজের জন্য নেব মাইরি ও যাইহোক আমার কিছুই না! ঘন্টা! আমার টা কা গেছে আমি ছাড়ব না আমি দেখে নেব! দরকার পড়লে বোম মেরে উড়িয়ে দেব বিল্ডিং রোডস সব! কে মরল কে বাঁচল দেশ দশ ধুয়ে জল খাব!

কী ভাবছেন! এইসব শুনে! মনে হল দেশের জন্য দশের জন্য এরা বদলা নেবে! ঘন্টা! বদলে যাবে একদিন নিজেরাই! পেটের তাগিদে বাঁচার তাগিদে বদলার থেকে বদলে যাওয়া অনেক সহজ! বাড়ি বদল প্রেমিকা, প্রেমিক বদল চাকরি বদল গদি বদল সম্পর্ক বদল চুটকিতে হয়ে যায় আজ এ ঝান্ডা কাল ও ঝান্ডা বলে দিলেই হলো আদর্শ আলাদা হয়ে গেছে অত আদর্শ কে বোঝে টেবিলের তলার সেটিং হলেই হলো! বদলে যাও গিরিগিটির ধর্ম পালন করো নাহলে গভীর বিপদ! বদলা নিতে হলে এক এক ঘাড়ের নিচে দুটো চারটে মেরুদণ্ড লাগবে বদল হতে গেলে শুধু পালটি খাওয়ার গুরুমন্ত্র জানলেই হবে শুধু কুল থাকো ঝ্যাঁটা জুতো খেলেও দেখবে হজম হয়ে যাচ্ছে বেবাক! চামড়া মোটা করে নিলেই হবে এক্কেবারে চিন্তাহীন জীবন তবে বারবার বদলাতে বদলাতে একদিন দেওয়ালে তোমার ও পিঠ ঠেকে যাবেই বস তখন দেখবে সব পালিয়েছে তুমি পড়ে আছ একা পূতি গন্ধময় জীবনে কেউ থাকবে না! না না এগুলো উপদেশ নয় কিছু ঘটনাই ! কিন্তু

বদলার জন্য আলাদা হতে হবে কয়েক শতকের লক্ষ কোটির মধ্যে হয়ত একটা নক্ষত্র কিন্তু বদলে তুমি আম জনতা।

ও মশাই সুভাষ কিন্তু একজন ই আছেন দ্বিতীয় সুভাষ ফেরে নি!! তবুও আপনি আমি তাকেই চাই এখনও বদলার মাহাত্ম্য এটাই!

মাস্টারমশাই আপনি কিছু দেখেননি! মাস্টারমশাই হাসবেন সামান্য! তারপর সাইড ব্যাগের ভেতর থেকে একটা পিস্তল বের করবেন তারপর সরাসরি গুলি বুকে গেঁথে যাবে !!! কাট কাট! এইসব বদলা সিনেমায় হয় বাস্তবে সেটিংয়ের বদল ---

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ