অমরেশ বিশ্বাস | গণতন্ত্র?


∆গণতন্ত্র?


​কোথায় গণতন্ত্র রে ভাই
কোথায় গণতন্ত্র​
একের পর এক কেল্লাফতে
করছে স্বৈরতন্ত্র।

চলে গুলি পড়ে বোমা
ঝরে কত রক্ত
ওরা বলে আমরা হলাম​
গণতন্ত্রের ভক্ত।

গলা টিপে গণতন্ত্রের
মারতে ওরা চায়​
গণতন্ত্রপ্রেমী মানুষ
করে হায় হায় হায়।

কেউ জানে না গণতন্ত্র​
আসবে কবে ফিরে
হারিয়ে সে যাচ্ছে দেখি
স্বৈরাচারের ভিড়ে।

গণতন্ত্রের সুদিন আসুক​
আম জনতা চায়
স্বৈরাচারীদের তাড়াতে
আয়রে সবাই আয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ