আদর
অ্যাই হলদে ডানা পাখি,
সকাল সকাল ঠোঁট ঘষছ জানালার কাচে,
গল্প করবে? জয়নগরের মোয়া আছে।
সঙ্গে দেব চা-ও,
কি বললে? তাড়া আছে?
তবে এখন যাও!
আমার বুঝি কাজ নাই?
বর ডাকে, যা...ই!
ভাল্লাগে না ছাই।
হলদে পাখি, না হয় এসো দুপুর বেলা
কত্তা কাজে, ছেলে ইস্কুলে, আমি একলা।
ভাত খেয়ে নভেল হাতে আনমনে,
গল্প আমেজ জমবে তখন গোপনে।
কি বললে? ফিরবে না আর?
দিলাম তবে ডানায় তোমার
মাখিয়ে আমার ভালবাসার মধু,
মাঝদুপুরে পাও যদি এক নিঝুম মন বধু,
হলুদ ডানা গুটিয়ে বসে সময় দিও
খুনসুটি আর আচার মাখা ভাতের থালায়
নিরামিষ্যি আদর দিও।
সুমনা সাহা | আদর
Reviewed by Pd
on
ফেব্রুয়ারি ২১, ২০২২
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন