অমরেশ বিশ্বাস | সংবিধান সঙ্কট​

Michil ভাষা দিবস

ভেবেছিলাম করবে যারা রক্ষা গণতন্ত্র​
দেখছি তারা করছে তাকে মারার ষড়যন্ত্র।
পড়ে আছে আজ ভেন্টিলশনে দেশের সংবিধান​
ক্ষত বিক্ষত ওষ্ঠাগত আজ ভারতের প্রাণ।

কান পাতলেই শোনা যায় আজ আর্তের চিৎকার​
সকলেই আজ ভীত সন্ত্রস্ত কে করবে প্রতিকার?
যত বাতি আছে একে একে ওরা চাইছে নিভিয়ে দিতে
বল কে পারবে ওদের ঘৃণ্য প্রয়াসকে মেনে নিতে।

বলো মরে মরে কতকাল এইভাবে বাঁচা যায় আর
ছিনিয়ে নিচ্ছে ওরা তোমাদের আছে যত অধিকার।
এই সঙ্কটে জেগে উঠে কর চক্রান্ত প্রতিহত​
বেঁচে থাক ন্যায় ভ্রাতৃত্ব সাম্য বাক স্বাধীনতা অমৃত।
অমরেশ বিশ্বাস | সংবিধান সঙ্কট​ অমরেশ বিশ্বাস | সংবিধান সঙ্কট​ Reviewed by Pd on ফেব্রুয়ারি ২১, ২০২২ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.