মৌমিতা ঘোষ | ধর্ম

মিছিল

✓ ধর্ম


ধর্ম বলতে আল্লা বোঝ,কেউ বা বোঝে কালি
ধর্ম ধর্ম যুদ্ধ খেলায় কত যে কোল খালি!
মানুষ মারে, হত্যা করে, ভ্রুণের বুকে ত্রিশুল।
ঈশ্বরেরই সৃষ্টি মেরে ,করেই চলো এ ভুল।

মানুষ মারার কল পেতেছো,বেওসা বিশ্ব জোড়া।
সবাই জানে, তবুও নীরব,মগজ আফিম পোরা।
মানুষ বড় সস্তা,তাকে অস্ত্র দিলে খুশি।
খাবার ভুলে খাচ্ছে দিব্যি ধর্ম নামক ভুষি।

ধর্ম শেখায় কাপড় খোল, মা'কে নগ্ন করো।
কাফের নারী অচ্ছুৎ নয়,মুখে মাংস ভরো।
কিন্তু যদি সামনে আসে গোমাংস বা শুয়োর।
ঠিক তখনই ঝাঁপিয়ে পড়ো জ্বালাও ঘরদুয়োর।

বেশিরভাগের পুড়ছে হাঁড়ি, পকেটখানা খালি
শূন্য পেটে ঝুলছে মানুষ এক হাতে দেয় তালি
দক্ষিণা দেয় খিদের জ্বালায়, ভাঁড়ে মা ভবানী।
মুক্ত চিন্তা " তুমি না-পাক" শোনায় ধর্মবাণী।

কিছু মানুষ জাগে তবু নিশ্চিত আশ্রয়
ধর্ম ছাড়া দেখলে তাদের মানুষ মনে হয় ।
তাদের রক্তে টগবগিয়ে ফুটছে ক্রোধের নদী
দোহাই তোমার ধর্ম সরাও, সুস্থতা চাও যদি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ