বিদিশা সরকার | দুটি কবিতা

মিছিল

✓ পরিধি​


উপহারের ফুলগুলোতে কুন্ঠা,
আমার বিষয়েও -----​
এই অন্যমানে যদিও সন্দেহপ্রবণ নয়
তবুও পূর্ণিমা বিষয়ে আর কথা,থাক​
আজ থাক বাক্ স্বাধীনতায় সংযম​
যা আমাদের বরাবরই ঠেলে দিয়েছে
এক একটি প্রকোষ্ঠে
আমরা চাষ আবাদের মধ্যে​
জলসেচের প্রয়োজনে নিযুক্ত করেছি শ্রমিক মৌমাছি
মধুঃক্ষরণের আ্যাপিয়ারি থেকে 
অন্নদাসকে বরখাস্ত করেছি​
আচরণের বর্ণবৈষম্যে​
অভিবাদনের পালক টুপি​
হারিয়ে ফেলেছি
অনুশোচনায়
হয়তো তুমিও জানো বিষাদের কারণে অবগুণ্ঠন
সমস্ত জিজ্ঞাসার উত্তর যেখানে সংরক্ষিত থাকে 
সন খ্রিস্টাব্দ সহ


✓বকুলের আত্মজীবনী

যারা বৃক্ষরোপণ করেছিল আনুষ্ঠানিক ভাবে ...
ছায়া সম্পর্কিত নাতিদীর্ঘ সুললিত ধ্বনি
তাদের আকাশে ভাসমান ফানুসের তাপাঙ্ক বিষয়ে তারাও জানেনা

কুয়োর থেকে বালতি বালতি অন্ধকার ঢেলে দিয়েছিল
অশ্বখুরাকৃতি হ্রদে
যমুনা ফিরে গিয়েছিল জলের দরে
মাধবের মোড়ে ইশারা ইঙ্গিতে
চালান হয়ে যাচ্ছিল জোছনার পথের পাঁচালি

এমন ভূয়সী অঙ্গরাগে শিউলিও শিউরে উঠেছিল
পাতায় পাতায় হিমেল নিরালা
ভাবুকের নির্জনতা শুধু একবার বিরবির করে
প্রসন্নকে বলেছিল, পরমা
উত্তাপে সর পড়লে ফুঁ দিয়ে নিভিয়ে দিতে পারে বাগান বাড়ির ঝারবাতি
আতরের মলমে বকুলের আত্মজীবনী

সমস্ত উচ্চারণকে মন্দ্র সপ্তকে বেঁধে বেঁচে আছে বৃক্ষসম্ভবা


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ