✓ অধিকার
অপ্রতিরোধ্য নৃশংসতার মাঝে
সমাজ নিমজ্জিত
মানবতার বুক জুড়ে আছে
মানবতার বুক জুড়ে আছে
রক্তক্ষরণের ক্ষত।
সংবিধানে আজ আটক আছে
সংবিধানে আজ আটক আছে
আমার অধিকার
প্রিয় স্বাধীনতাতে নেই আজ
প্রিয় স্বাধীনতাতে নেই আজ
সমান অধিকার।
ধর্মান্ধতার আগুনে যখন মনুষ্যত্ব
ধর্মান্ধতার আগুনে যখন মনুষ্যত্ব
পুড়ে হচ্ছে শেষ
আমরা তখন চায়ের টেবিলে
আমরা তখন চায়ের টেবিলে
ব্যাস্ত আছি বেশ।
রাস্তার মোড়ে নিত্যদিন চলে
রাস্তার মোড়ে নিত্যদিন চলে
মানববন্ধন সমাবেশ
তুমি নাগরিক দূরে কেন
তুমি নাগরিক দূরে কেন
যদি হৃদয়ে থাকে দেশ।
সাম্প্রদায়িকতা উষ্কে দিয়ে
সাম্প্রদায়িকতা উষ্কে দিয়ে
যাচ্ছ মসজিদ মন্দিরে
অথচ তোমরা ভুলে গেছো
ঈশ্বর থাকে অন্তরে ।
কাজী জুবেরী মোস্তাক | অধিকার
Reviewed by Test
on
ডিসেম্বর ২৩, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন