Aadhar কার্ডে কতগুলি মোবাইল নম্বর রেজিস্টার্ড রয়েছে, কীভাবে চেক করবেন?

আধার শব্দের মিছিল

Aadhaar Number-এর সাথে কতগুলি মোবাইল নম্বর রেজিস্টার্ড রয়েছে, কীভাবে চেক করবেন? 

1) চেক করার জন্য, প্রথমে টেলিকম অ্যানালিটিক্স এর জালিয়াতি ব্যবস্থাপনা (Telecom Analytics for Fraud Management) এবং ভোক্তা সুরক্ষা পোর্টাল (Consumer Protection portal) এর ওয়েবসাইট এ যেতে হবে। অথবা  ক্লিক করুন এখানে

2) ওয়েবসাইট এর  ইন্টারফেস নীচের ছবির মতো।



3) আপনার আধারে সংযুক্ত মোবাইল  নম্বর লিখুন।
4) তারপর 'রিকোয়েস্ট ওটিপি' ট্যাবে ক্লিক করুন।
5) এবার মোবাইল নম্বরে আসা OTP নম্বর ভরুণ।
6) তারপর, আপনার আধার নম্বরের সাথে সংযুক্ত সমস্ত মোবাইল নম্বর ওয়েবসাইটে দেখা যাবে।
7) একাধিক মোবাইল নম্বর বা ভুল মোবাইল নম্বরগুলি রিপোর্ট এবং ব্লক করতে পারবেন। যে নম্বরগুলি আর ব্যবহার করছেন না বা যে মোবাইল নমরগুলোর প্রয়োজন নেই, সেগুলো রিপোর্ট করে মুছে ফেলুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ