■ ইস্তেহার
টাকা দাও ভাতা দাও বিবেকটা কিনতে
দরদী কে কত সেটা বাকি নেই চিনতে।
কত কিছু দিতে চাও বাদ দিয়ে সম্মান
কেউ চায় নাকি মাথা নত করে নিতে দান?
শিরদাঁড়া সোজা করে দাঁড়ানোর সাধ যার
অপমান ছাড়া একে ভাবে না সে কিছু আর।
টাকা দিয়ে কিনে নেবে মানুষের বিশ্বাস?
চাও চিরকাল তারা হয়ে থাক ক্রীতদাস?
ব্যর্থ হবেই হবে তোমাদের অভিসন্ধি
ফাঁদে আর পা দিয়ে হবে না তো বন্দি।
সকলের কাজ চাই হোক আমদানি আয়
এইবার ভুলবে না কেউ কোন ভাঁওতায়।
হাত পেতে টাকা নয় চায় কাজ করতে
মাথা উঁচু করে চায় সম্মানে মরতে।
জেগে উঠবার কথা কারো ইস্তহারে নাই
মেহনতি মানুষের এক দাবি কাজ চাই।
অমরেশ বিশ্বাস
Reviewed by Pd
on
মে ০৯, ২০২১
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০২১
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন