অভিজিৎ দাসকর্মকার

শব্দের মিছিল

■ মফস্ সলের ট্যালট্যালে ঘিলু
অভিজিৎ দাসকর্মকার

আমরা যেভাবে বাস করি, শিকড়ও
প্রতিবেশীভাবে টানটান ডাকে,এই ডাক আস্তে আস্তে​
আঁকাবাঁকা ফাটল ধরে শরীরের নরম চাকচিক্যের
ক্রমশ উত্তরে ঘেঁষে চলেছে, আর​ -
আপনার ছবি
জীবলজিক্যালি একক কলাতত্ত্বের দড়িসুলভ
চাপ বেয়ে উঠে আসা​
আকারহীন
প্রতিকারহীন,এক সংবেদনশীল অবকাশ ...
দেখুন কেমন তেরছা রাস্তার উপর পিঠ দেখিয়ে বসেছে
শব্দ,আর গণিতের টুকরোর ইমিডিয়েট পাশ দিয়ে বয়ে গেছে সংকীর্ণ জনদরদী স্মৃতি, 

তাই,
পাতিত পদচিহ্ন অনুসরণ করা মাননীয় চটি,তুমি
জানো-না এই ফুটন্ত মফস্ সলের ট্যালট্যালে ঘিলুতে​
প্রত্নখনন
প্রশ্নচিহ্ন, এবং
নিজেকে উলম্ব দেখার আনন্দ!

তবে,
শান্তি দেয় আমার সন্তান,আর তার
আবাল কাঁমড়...
অভিজিৎ দাসকর্মকার অভিজিৎ দাসকর্মকার Reviewed by Pd on জানুয়ারি ৩১, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.