■ ওষুধ
সুপম রায় (সবুজ বাসিন্দা)
একদিন এই শরীরটা এসেছিল; তিলেতিলে বড়ও হল।
এখন ভাঙতে শুরু করেছে শরীর...
হাসপাতালের বেডে শুয়ে শুয়ে
পাশের ঘর থেকে এক নবজাতকের কান্না শুনে
মনে পড়ল,একদিন আমারও সেই উজ্জ্বল দিন ছিল।
তখন মায়ের দুধ --- এখন স্যালাইন আর ওষুধ।
সুখের দিনগুলো তাড়াতাড়ি কেটে গেলে
নিজেকে অধিক বয়স্ক মনে হয়।
জিততে কে না চায়, হাসতে কে না চায়!
মনে জোর থাকলেও অনেক সময়
শরীরে জোর থাকে না।
হেরে যেতে হয় শরীরের কাছে, ভাগ্যের কাছে।
হতে পারে ভালোবাসাই সুস্থ হওয়ার একমাত্র ওষুধ -
দেখি, কার কাছ থেকে কতটুকু পাওয়া যায়।
এই মুহূর্তে 'মা' আছে কাছে -
নিশ্চিত, তাঁর থেকে বড় ওষুধ ঈশ্বরের কাছেও নেই।
একদিন এই শরীরটা এসেছিল; তিলেতিলে বড়ও হল।
এখন ভাঙতে শুরু করেছে শরীর...
হাসপাতালের বেডে শুয়ে শুয়ে
পাশের ঘর থেকে এক নবজাতকের কান্না শুনে
মনে পড়ল,একদিন আমারও সেই উজ্জ্বল দিন ছিল।
তখন মায়ের দুধ --- এখন স্যালাইন আর ওষুধ।
সুখের দিনগুলো তাড়াতাড়ি কেটে গেলে
নিজেকে অধিক বয়স্ক মনে হয়।
জিততে কে না চায়, হাসতে কে না চায়!
মনে জোর থাকলেও অনেক সময়
শরীরে জোর থাকে না।
হেরে যেতে হয় শরীরের কাছে, ভাগ্যের কাছে।
হতে পারে ভালোবাসাই সুস্থ হওয়ার একমাত্র ওষুধ -
দেখি, কার কাছ থেকে কতটুকু পাওয়া যায়।
এই মুহূর্তে 'মা' আছে কাছে -
নিশ্চিত, তাঁর থেকে বড় ওষুধ ঈশ্বরের কাছেও নেই।
0 মন্তব্যসমূহ
সুচিন্তিত মতামত দিন