■ হঠাৎ
অনিন্দিতা সেন
ভালবাসার কল্পনাটাই অলীক সুখের
চাবির মত,
এই ত গেল, এই বা এল মন খারাপি
সন্ধ্যে যত।
নাভিমূলে শিমূল রাখো শিউলি ভেজা
মিথ্যে সুখে,
নদীর মত বইয়ে দেওয়া ঢেউয়ের সাথে
দুঃখ থাকে।
হঠাৎ যখন বৃষ্টি জলের আলুথালু
চিঠি...
মীড়ের মত মনের ঘরে চৌরাশিয়ার
দিঠি...
ছায়ার সাথে সূর্য্য মাখি স্বপ্নে ঘেরা
বন্ধকি তে
তেজপাতা রং বনের মাঝে কুন্দ ফুলের
নাকছাবি তে!
অনিন্দিতা সেন
Reviewed by Pd
on
জানুয়ারি ৩১, ২০২১
Rating:
Reviewed by Pd
on
জানুয়ারি ৩১, ২০২১
Rating:

কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন